চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নতুন কমিটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৯:২৮ এএম, ২৯ জানুয়ারি ২০২৪

চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এরআগে শনিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চুয়াডাঙ্গা প্রেসক্লাবে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি পদে রাজীব হাসান কচি ও সাধারণ সম্পাদক পদে বিপুল আশরাফ নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত অন্যান্যরা হলেন প্রেসক্লাবের সহ-সভাপতি পদে রফিক রহমান, সহ-সাধারণ সম্পাদক পদে ইসলাম রকিব, অর্থসম্পাদক পদে আতিয়ার রহমান, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক পদে জহির রায়হান সোহাগ, ক্রীড়া সম্পাদক পদে সোহেল সজিব, দপ্তর সম্পাদক পদে আবুল হাশেম নির্বাচিত হয়েছেন।

চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নতুন কমিটি

এছাড়া শাহ আলম সনি, আজাদ মালিতা, রফিকুল ইসলাম, শামীম রেজা ও পলাশ উদ্দীন প্রেসক্লাবের কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে বাংলাদশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি পদে সরদার আল-আমিন ও সম্পাদক পদে কামরুজ্জামান চাঁদ নির্বাচিত হয়েছেন।

সমিতির সহ-সভাপতি পদে খাইরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে রেজাউল করিম লিটন, অর্থসম্পাদক পদে আলমগীর কবির শিপলু, ক্রীড়া সম্পাদক পদে আনজাম খালেক নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা করেন অ্যাডভোকেট সোহরাব হোসেন, অ্যাডভোকেট আবুল বাশার ও অ্যাডভোকেট ফিরোজ হোসেন।

হুসাইন মালিক/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।