চাঁদপুরে ৩২০০ কেজি জাটকা উদ্ধার


প্রকাশিত: ০৮:১২ এএম, ০৯ এপ্রিল ২০১৬

চাঁদপুরের মেঘনায় বরিশাল থেকে ঢাকাগামী এমভি কর্ণফুলী-১ নামে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে তিন হাজার ২শ` কেজি জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ। শনিবার ভোরে চাঁদপুর লঞ্চ টার্মিনাল এলাকা থেকে জাটকাগুলো জব্দ করা হয়।

নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জাগো নিউজকে জানান, শনিবার ভোরে চাঁদপুর লঞ্চ টার্মিনাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এ সময় ওই লঞ্চের ডেকের নিচে লুকিয়ে রাখা ৮০টি ঝুড়িতে জাটকার সন্ধান পায় নৌ পুলিশের সদস্যরা। তবে এই ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি। সকালে চাঁদপুর লঞ্চ টার্মিনালের পাশের নৌ পুলিশের ফাঁড়িতে জাটকার চালান নিয়ে আসা হয়। পরে প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন মাদরাসা-এতিমখানা ও দুঃস্থদের মাঝে এসব জাটকা বিতরণ করা হয়।

ইকরাম চৌধুরী/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।