ঝিনাইদহে ২ মাদক ব্যবসায়ী আটক


প্রকাশিত: ০৮:২১ এএম, ০৯ এপ্রিল ২০১৬

ঝিনাইদহের কোর্টচাঁদপুরে ৫০০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কোটচাঁদপুর উপজেলার কাশিমপুর গ্রামের নূর ইসলামের ছেলে সেলিম হোসেন (২৮) ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হারুণ-অর-রশিদের ছেলে ইকবাল আলী (৫০)।

কোটচাঁদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ কবীর হোসেন চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার ভোরে দুই মাদক ব্যবসায়ী কাগমারী এলাকায় অবস্থান করছেন এমন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।