মোটরসাইকেল চুরির মামলায় ২ ইউপি সদস্য কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:১০ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৪

মোটরসাইকেল চুরি মামলায় ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউপি সদস্য আলী আশরাফ সোহেল (৫০) ও আমিরাবাদ ইউপি সদস্য গোলাম কিবরিয়া শামীমকে (৫১) কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) আদালতে উপস্থিত হয়ে তারা জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৩ অক্টোবর সোনাগাজী পৌরসভার রাকিব প্লাজার সামনে থেকে গাজী নোমানের মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে ভুক্তভোগী নোমান ফেনীর আদালতে মামলা করেন। মামলায় আমিরাবাদ ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া শামীম, নবাবপুর ইউপি সদস্য আলী আশ্রাফ সোহেল ও ফেনী সদর উপজেলার দক্ষিণ ফরহাদ নগরের মৃত আলি আহম্মদের ছেলে মিন্টু মিয়াসহ আরও তিনজনকে আসামি করা হয়।

এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী সালেহ উদ্দিন আহমেদ শিমুল জাগো নিউজকে জানান, আব্দুল্লাহ আল নোমানের (গাজী নোমান) মামলাটি প্রথমে পিবিআই তদন্তের পর বাদীর আবেদনের প্রেক্ষিতে পুনরায় তদন্ত করে সোনাগাজী মডেল থানা।

পরে ওই থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম সরকার মামলাটি পুনরায় তদন্ত করে মোটরসাইকেল চুরির ঘটনায় দুই ইউপি সদস্য ও আরো তিনজনের সংশ্লিষ্টতা পেয়ে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে দুই ইউপি সদস্য জামিন আবেদন করলে আদালত নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আবদুল্লাহ আল-মামুন/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।