ভাষার মাসে কুড়িগ্রামে পুলিশের লাইব্রেরি উপহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৯:২১ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৪

কুড়িগ্রাম পৌর শহরের ফারাজী পাড়া গ্রামে জ্ঞান পিপাসু সকল বয়সী মানুষের জন্য লিটল ফ্রি লাইব্রেরির ব্যবস্থা করেছে জেলা পুলিশ। ভাষার মাসে এমন লাইব্রেরি উপহার পেয়ে খুশি স্থানীয়রা।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে শহরের নামা টাপু ভেলাকোপা ফারাজী পাড়া গ্রামে এ লাইব্রেরির কার্যক্রম উদ্বোধন করে জেলা পুলিশ।

এসময় উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর আনাম, সার্জেন্ট মোস্তাফিজ, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান রণি, খমির উদ্দিন আহমেদ, নওশের আলী ফারাজী, আব্দুর রহমান প্রমুখ।

স্থানীয় বাসিন্দা হাজী নবাব আলী ফারাজী বলেন, জেলা পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। অবসর সময়ে আমরা লিটল ফ্রি লাইব্রেরি থেকে বই নিয়ে পড়তে পারবো। এছাড়া উঠতি বয়সী ছেলেরা অবসর সময়টাতে বই পড়ে ভালো কিছু শিখতে পারবে।

জেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান রণি বলেন, টাপু ভেলাকোপা এলাকার ফারাজী পাড়া গ্রামে লিটল ফ্রি লাইব্রেরির ব্যবস্থা করায় জেলা পুলিশ সুপারকে ধন্যবাদ জানাই। মানুষজন অবসরে এ লাইব্রেরি থেকে বই পড়ে জ্ঞান অর্জন করুক এ প্রত্যাশা সব সময়।

কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম জাগো নিউজকে বলেন, লিটল ফ্রি লাইব্রেরী আমাদের ধারাবাহিক পুলিশি কার্যক্রমের পাশাপাশি এটি একটি অনন্য প্রয়াস। টেকসই নিরাপত্তা, সমাজে সহনশীল শান্তি ও স্থিতিশীলতাকে সুদুর করতে সহায়ক ভূমিকা পালন করবে। আমরা চাই কুড়িগ্রামের প্রত্যন্ত চরের নাগরিকরা অবসরে বই পড়ে জ্ঞান অর্জন করুক। মহাকাব্যিক মুক্তিযুদ্ধ,অতুলনীয় নেতৃত্ব ও ভবিষ্যৎ উন্নয়ন প্রচেষ্টা ও কার্যসমূহ সম্পর্কে জেনে নিজেকে বিকশিত করুক।

তিনি আরও জানান, লিটল ফ্রি লাইব্রেরিতে প্রাথমিক ভাবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, হৃদয়ে বঙ্গবন্ধু, সমাজ জীবন নির্ভর ও ভবিষ্যৎমুখী বই সমূহ স্থান পেয়েছে ভবিষতে কলেবর আরও বাড়বে।

ফজলুল করিম ফারাজী/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।