বড়াইগ্রামে আ.লীগের প্রার্থী বাছাইয়ে অনিয়মের অভিযোগ


প্রকাশিত: ১১:৪৫ এএম, ০৯ এপ্রিল ২০১৬

নাটোরের বড়াইগ্রামে ইউপি নির্বাচনে তৃণমূলের মতামত না নিয়েই আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ৫নং মাঝগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এম.এ.খালেক পাটোয়ারী। শনিবার দুপুরে  নাটোর প্রেসক্লাব মিলনায়তনে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান প্রার্থী খালেক পাটোয়ারী বলেন, তৃণমূলের ভোটারদের ভোটে একক প্রার্থী নির্বাচনের জন্য গত ৭ এপ্রিল মাঝগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক বিশেষ বর্ধিত সভার আহ্বান করা হয়। সেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস। এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

পরে তিন প্রার্থী নিয়ে সমঝোতার মাধ্যমে একক প্রার্থী নির্বাচন করার চেষ্টা করে নেতৃবৃন্দ ব্যার্থ হন। এ অবস্থায় সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস দায়িত্বপ্রাপ্ত নেতাদের একক প্রার্থী নির্বাচনে তৃণমূলের ভোট গ্রহণের নির্দেশ দেন। কিন্তু সে নির্দেশ অমান্য করে বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল, বনপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আব্দুর রাজ্জাক এবং সাবেক ছাত্রনেতা মোয়াজ্জেম হোসেন বাবলু মিলে বর্তমান চেয়ারম্যান খোকন মোল­্লাকে একক প্রার্থী ঘোষণা করেন।  

সংবাদ সম্মেলনে তৃণমূলের ভোটারদের ভোটে প্রার্থী নির্বাচনের জোর দাবি জানান এম.এ. খালেক পাটোয়ারী। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন যুবলীগ কর্মী আতাউর রহমান, মোস্তাফিজুর রহমান, বায়েজিদ হোসেন প্রমুখ।

অপরদিকে এ অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল বলেন, বিধি অনুযায়ী প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

রেজাউল করিম রেজা/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।