কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৪

কিশোরগঞ্জের কুলিয়ারচরে টমটমের ধাক্কায় অটোরিকশা দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে বাবা-ছেলে ছিলেন।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন উপজেলার নোয়াগাঁও বেপারী পাড়া এলাকার আক্তার হোসেন (৩০) ও তাহার ছেলে আকসাম মিয়া (৭)।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরের দিকে কুলিয়ারচর উপজেলা পরিষদের সামনে থেকে নোয়াগাঁও বেপারীপাড়াগামী দ্রুত গতির টমটমের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশার যাত্রী আক্তার হোসেন (২৭) ও তার ছেলে আকসাম মিয়া (৭) গুরুতর আহত হন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান জাগো নিউজকে জানান, টমটমটি জব্দ করে। তবে চালক আগেই পালিয়ে যায়। এ ঘটনায় আইগনত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসকে রাসেল/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।