মোবাইলে অন্তরঙ্গ ছবি বিনিময়, ব্ল্যাকমেইলের অভিযোগে কারাগারে তরুণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১১:১১ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৪

ফেনীতে প্রেমের সম্পর্ক গড়ে তুলে অন্তরঙ্গ ছবি দিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগে ইমন কৃর্তনীয়া (১৮) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৪ ফেব্রুয়ানি) বিকেলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তিনি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কদ্দম বাড়ির সন্তোষ কৃর্তনীয়ার ছেলে।

পুলিশ জানায়, ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের এক কিশোরীর সঙ্গে দীর্ঘদিন মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মাদারীপুরের ইমন। সম্পর্কের সুবাদে তার সঙ্গে অন্তরঙ্গ ছবি বিনিময় করে ওই কিশোরী। এক পর্যায়ে এসব ছবি নিয়ে ইমন ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখাতে থাকে। এছাড়াও অন্তরঙ্গ ছবিগুলো কিশোরীর পরিবার ও স্বজনদের মাঝে ছড়িয়ে দেওয়ারও ভয় দেখায়। এ ঘটনায় ফেনী মডেল থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করে ভুক্তভোগীর পরিবার।

ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান তানিম জাগো নিউজকে বলেন, শনিবার দিনগত রাতে মাদারীপুরে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত ইমনকে গ্রেফতার করে ফেনীতে নিয়ে আসা হয়। রোববার বিকেলে তাকে জেল হাজতে পাঠিয়েছেন আদালতে।

আবদুল্লাহ আল-মামুন/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।