বিশ্ব ইজতেমা

দেশে ফিরছেন ভারতীয় মুসল্লিরা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০১:২৩ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৪

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষে ভারতীয় মুসল্লিরা দেশে ফিরতে শুরু করেছেন। সকাল থেকে যশোরের বেনাপেল বন্দরে মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ছয়টা থেকে ইমিগ্রেশন কাস্টমসের কার্যক্রম শেষে তারা বাংলাদেশে থেকে নিজ দেশে ফিরছেন।

বন্দর সূত্র জানা যায়, বিশ্ব ইজতেমা শুরুর আগে থেকে বিপুল সংখ্যক ভারতীয় মুসল্লিরা বাংলাদেশে আসেন। টঙ্গীর তুরাগ তীরে গত বৃহস্পতিবার আমবয়ানের মধ্য দিয়ে এবার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হয়েছে মাওলানা জোবায়েরপন্থিদের ইজতেমা। ইজতেমা শেষে ভারতীয় মুসল্লিরা দেশে ফেরার জন্য বেনাপোল ইমিগ্রেশন কাস্টমসে লাইনে দাঁড়িয়েছেন।

jagonews24

এদিকে কয়েকজন মুসল্লি অভিযোগ করে বলেন, আমরা ধর্মীয় কাজে বাংলাদেশে এসেছি। ফেরার সময় আমাদের প্রতিজনের কাছ থেকে ভ্রমণকর ও পোর্ট ট্যাক্স বাবদ এক হাজার ৫৫ টাকা করে নেওয়া হয়েছে। যা আমাদের জন্য কষ্টদায়ক। বাংলাদেশ সরকারের উচিত আমাদের জন্য এ ভ্রমণকর ও পোর্ট ট্যাক্স প্রত্যাহার করা।

বেনাপোল ইমিগ্রেশনের পরিদর্শক (তদন্ত) শফিক আহমেদ জাগো নিউজকে জানান, ইজতেমা শেষে ভারত থেকে আসা মুসল্লিরা দেশে ফিরতে শুরু করেছে। শান্তি-শৃঙ্খলার সঙ্গে তারা ফিরে যাচ্ছেন। তাদের যেনো কোনো সমস্যা না হয় সে জন্য অতিরিক্ত ডেস্ক এবং অফিসার বাড়ানো হয়েছে।

জামাল হোসেন/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।