সুনামগঞ্জে জমির বিরোধ নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৪
ফাইল ছবি

সুনামগঞ্জের দিরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আনোয়ার মিয়া (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এসময় আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার উজানধল গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উজানধল গ্রামের ছুফি মিয়া ও দানু মিয়ার মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। কিন্তু বিরোধকৃত জমিতে কয়েকদিন আগে বোরো ধান রোপণ করে দানু মিয়ার পক্ষ। এ নিয়ে দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সেই উত্তেজনা থেকে সোমবার ছুফি মিয়ার পক্ষের লোকজন জমি দখলে নিতে চাইলে দুই পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ঘটনাস্থলে মারা যান দানু মিয়ার শ্বশুর আনোয়ার মিয়া (৫৫)। আহত আটজনকে দিরাই হাসপাতালে এবং দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ বলেন, ঘটনাস্থল থেকে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ দিরাই হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।

লিপসন আহমেদ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।