ফেনী

ভাড়া বাসায় স্কচটেপে হাত-পা-মুখ বেঁধে শিশুকে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:০২ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৪

ফেনীর পরশুরামে স্কচটেপ দিয়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উম্মে সালমা লামিয়া (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে পৌর এলাকার পশ্চিম বাঁশপদুয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। উম্মে সালমা লামিয়া ওই এলাকার নুর নবী মেয়ে। বেশ কিছুদিন ধরে তিনি ওই এলাকার এয়ার আহাম্মদের বাসায় দ্বিতীয় স্ত্রী রেহানাকে নিয়ে বসবাস করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে দুই যুবক নুর নবীর ভাড়া বাসায় গিয়ে নিজেদের পল্লী বিদ্যুতের লোক দাবি করে দরজা খুলতে বলে। এ সময় নিহা ও তার ছোট বোন লামিয়া দরজা খুলে দেয়। হেলমেট পরা দুই যুবক ঘরে ঢুকে লামিয়াকে টেপ দিয়ে হাত-পা ও শুখ বেঁধে হত্যা করে। এ সময় নিহা পালিয়ে পাশের একটি ঘরে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচেন।

নুর নবীর সাবেক স্ত্রী আয়েশা আক্তারের অভিযোগ, তার দ্বিতীয় স্ত্রীর লোকজন পরিকল্পিতভাবে লামিয়াকে হত্যা করেছে।

পরশুরাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।