কুড়িগ্রামে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু কাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৪

কুড়িগ্রামে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে তিন দিনব্যাপী ইজতেমা শুরু হচ্ছে। কুড়িগ্রাম ধরলা সেতুর পূর্বপাড়ে আল্লামা ফজলুল করীম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ ইজতেমার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ মুজাহিদ কমিটির আয়োজনে তিন দিনব্যাপী এ ইজতেমার আয়োজন করা হয়।

বুধবার (৮ ফেব্রুয়ারি) ইজতেমা সফল করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ইজতেমায় তিন শতাধিক স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক কাজ করবেন বলে জানা গেছে।

এন্তেজামিয়া কমিটির স্বেচ্ছাসেবক প্রধান বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দীন মণ্ডল বলেন, বৃহস্পতিবার জোহরের নামাজের পর প্রধান অতিথি মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) বয়ানের মাধ্যমে ইজতেমা উদ্বোধন করবেন। রোববার ফজরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে ইজতেমা শেষ হওয়ার কথা রয়েছে।

ইজতেমার সদস্য সচিব মাওলানা আব্দুল মোমিন জানান, ইতিমধ্যে ধর্মপ্রাণ মুসল্লিরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমা মাঠে আসতে শুরু করেছেন। মুসল্লিদের জন্য অজু ও গোসলখানাসহ পর্যাপ্ত শৌচাগারের ব্যবস্থা রাখা হয়েছে। আগত মুসল্লিদের স্বাস্থ্য সেবায় ফ্রি মেডিক্যাল চেকআপের ব্যবস্থা রাখা হয়েছে।

ইজতেমা এন্তেজামিয়া কমিটির যুগ্ম-আহ্বায়ক মাওলানা মোস্তাফিজুর রহমান জানান, তিন দিনব্যাপী ইজতেমায় চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীমসহ দেশ বরেণ্য আলেম-ওলামারা বয়ান পেশ করবেন।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, ইজতেমা ময়দানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। এছাড়াও ইজতেমা মাঠে সবসময় পুলিশের নজরদারিতে থাকবে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

ফজলুল করিম ফারাজী/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।