মাদক নিরাময় কেন্দ্রে রোগীর রহস্যজনক মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৪

ফেনীতে নিউ আরশী নামে একটি মাদক নিরাময় কেন্দ্রে লিটন (৪৫) নামের এক রোগীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

প্রতিষ্ঠানটি থেকে বলা হয়েছে, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে লিটনের মৃত্যু হয়। তবে পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে।

লিটন কুমিল্লার হোমনা উপজেলার শ্যামনগর এলাকার বেপারী বাড়ির হোসেন মিয়ার ছেলে। তিনি দুই দশক ধরে পরিবার নিয়ে ফেনীর মহিপাল এলাকায় ভাড়া বাসায় থাকতেন। শহরতলির পাগলা মিয়া সড়কে একটি ভাঙারি দোকান পরিচালনা করে আসছিলেন লিটন।

jagonews24

নিহত লিটনের স্ত্রীর রুমা বেগম বলেন, ‘লিটন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। গত ২৭ নভেম্বর তাকে তিন মাসের জন্য নিউ আরশী রিহ্যাবিটেশন সেন্টারে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুরের পর রিহ্যাবিটেশন সেন্টার থেকে কল দিয়ে বলা হয়, লিটন বাথরুমে গিয়ে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরে খবর নিয়ে জানতে পারি, আমার স্বামীকে তারা নির্যাতন করে হত্যা করেছে। ঘটনার পর থেকে রিহ্যাবিটেশন সেন্টারের লোকজন লিটনের মৃত্যুর বিষয়ে বিভিন্ন রকম কথা বলছেন।’

এ বিষয়ে নিউ আরশী রিহ্যাবিটেশন সেন্টারের চেয়ারম্যান শহিদুল ইসলাম জসিম বলেন, লিটন আমাদের পুরোনো রোগী। ৪০ দিন আগে তার স্ত্রী এসে তাকে পুনরায় চিকিৎসার জন্য ভর্তি করিয়ে যান। মঙ্গলবার সেন্টারের বাথরুমে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লিটনকে অন্য রোগীরা উদ্ধার করেন। লিটন আমাদের প্রতিষ্ঠানের সেবাগ্রহীতা। তাকে হত্যা করার প্রশ্নই ওঠে না।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।