পুরস্কার হিসেবে ৭০০ গাছ পেলেন শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৭:১৮ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৪

গতানুগতিক পুরস্কার থেকে বের হতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ও এসএসসি পরীক্ষার্থীদের উপহার হিসেবে দেওয়া হয়েছে বিভিন্ন প্রকার গাছ। ব্যতিক্রমী এ উদ্যোগে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত তেমনি খুশি অভিভাবকরাও।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ফকিরহাট আবু বক্কর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সাত শতাধিক ফলজ, বনজ ও ওষুধি গাছ তুলে দেওয়া হয়।

বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।

ফকিরহাট আবু বক্কর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ আবদুর শুক্কুর মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্যাহ খোন্দকার, বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার, কালিদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ডালিম, ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার আহমদ মুন্সী, প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর চৌধুরী।

শেখ আবদুর শুক্কুর মানিক জাগো নিউজকে বলেন, গতানুগতিক ধারার পুরস্কার প্লেট, বাটি, গ্লাস ও জগ থেকে বের হতে দেশে সবুজ বনায়নে উদ্বুদ্ধ করতে এবার শিক্ষার্থীদের গাছ উপহার ও পুরস্কার দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শুসেন চন্দ্র শীল বলেন, অভিভাবকরা আন্তরিক হলে সন্তানরা ভালো শিক্ষার্থী হিসাবে গড়ে উঠবে। শহরের বেশিরভাগ অভিভাবক স্কুল শুরু ও শেষ হওয়ার সময় তাদের সন্তানদের নিয়ে সময় দিচ্ছে। গ্রামের অভিভাবকরা সে রকম সময় দেয় না। বর্তমান সরকার শিক্ষা নীতিকে ঢেলে সাজিয়েছে। শিক্ষকদের পাশাপাশি পড়ালেখার বিষয়ে খোঁজ রাখতে হবে। খেয়াল রাখতে হবে সন্তান ঠিক সময় স্কুলে যাচ্ছে কিনা, সময় মতো বাড়ি ফিরছে কিনা।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এ বাংলাদেশকে আরও এগিয়ে নিতে ছাত্রছাত্রীদের সিদ্ধান্ত নিতে হবে তুমি কি করবে। আগামী ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশে আজকের শিক্ষার্থীরা দেশের হাল ধরবে।

এর আগে প্রধান অতিথিসহ আগতরা স্কুলে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন।

আবদুল্লাহ আল-মামুন/এনআইবি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।