পথচারীকে বাঁচাতে গিয়ে ভটভটির ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ১১:৩৯ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৪

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পথচারীকে বাঁচাতে গিয়ে ভটভটির ধাক্কায় বৃদ্ধসহ দুই জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের কোম্পানি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের মৃত নাদু তেলির ছেলে আলহাজ্ব আইজুদ্দিন (১০০) ও চালকের সহকারী রুবেল মিয়া (১৮)। রুবেল ভটভটি মালিক জহুরুল ইসলামের ছেলে। তার বাড়ি সদর ইউনিয়নের নলেয়া গ্রামে।

পুলিশ জানান, বৃহস্পতিবার বিকেলে আইজুদ্দিন নামের এক বৃদ্ধ ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর গামী সড়ক পার হচ্ছিলেন। এসময় ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি তিন চাকার ভটভটির সঙ্গে তার ধাক্কা লাগে। এসময় আইজুদ্দিন গুরুতর আহত হন ও ভটভটিতে থাকা মালিকের ছেলে রুবেল মিয়া ছিটকে নিচে পড়ে যান। এসময় চাকায় পিষ্ট হয় তার উভয় পা। এ ঘটনায় স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের দুজনকে সন্ধ্যার দিকে রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করেন। রংপুর যাওয়ার পথে সড়কে তাদের মৃত্যু হয়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, পথচারিকে বাঁচাতে গিয়ে মূলত এ দুঘর্টনা ঘটে। নিহতদের লাশের সুরতহাল করা হয়েছে। এখন পর্যন্ত কেউ মামলা বা অভিযোগ দেয়নি।

ফজলুল করিম ফারাজী/এনাআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।