তদন্ত করতে গিয়ে হামলার শিকার সার্ভেয়ার, গ্রেফতার ৩
নেত্রকোনায় পূর্বধলায় খাস জমি মেপে চিহ্নিত করতে গেলে সার্ভেয়ার হাদিউল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হলে তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে গ্রেফতারদের আদালতে পাঠিয়েছে পুলিশ ।
এরআগে, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ওই উপজেলার বিশকাকুনী ইউনিয়নের নৈগাঁও গ্রামে হামলার ঘটনা ঘটে।
গ্রেফতাররা হলেন, জেলার পূর্বধলা উপজেলার নৈগাঁও গ্রামের আব্দুল গফুরের ছেলে আব্দুর রহিম (৬৮), আগিয়া ইউনিয়নের আন্দা গ্রামের আব্দুল হামিদের ছেলে আবুল হাসিম (৪৫) ও একই গ্রামের নিজাম উদ্দিন (৪৫)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে নৈগাঁও গ্রামে একটি খাস জমি চিহ্নিত করতে যান সার্ভেয়ার হাদিউল ইসলাম। এ সময় গ্রেফতার ব্যক্তিরা তাদের লোকজন নিয়ে বাঁধা দেন। এসময় মুঠোফোনে ঘটনাটি ভিডিও করতে শুরু করেন হাদিউল। এতে ক্ষিপ্ত হয়ে হাদিউলকে মারধর করেন আসামিরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।
এ বিষয়ে জানতে উপজেলা সার্ভেয়ার হাদিউল ইসলামের মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
তবে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার জানান, একটি খাস হালটে ঘর ওঠানোর অভিযোগে উপজেলা সার্ভেয়ার হাদিউল ইসলামকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে মাঠপর্যায়ে গেলে তার ওপর হামলা করে স্থানীয় কয়েকজন। খবর পেয়ে পুলিশ নিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে এ ঘটনায় তাকে মামলার নির্দেশ দেওয়া হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জাগো নিউজকে, বৃহস্পতিবার রাতেই সার্ভেয়ার হাদিউল ইসলাম বাদী হয়ে ২৩ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার পরপরই অভিযান চালিয়ে শুক্রবার দুপুর পর্যন্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
এইচ এম কামাল/এনআইবি/এএসএম