পরিবহন ব্যবসায়ীকে পিটিয়ে হত্যায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৩:১৫ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২৪

কুড়িগ্রামে পরিবহন ব্যবসায়ী শরিফুল ইসলাম সোহানকে (৪০) পিটিয়ে হত্যার ঘটনায় রেজভী কবির চৌধুরী বিন্দু ও মো. ঝিনুক নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুজনই স্থানীয় ছাত্রলীগ নেতা। 

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে গ্রেফতার রেজভী সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ঝিনুক কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি।

অন্যদিকে, নিহত সোহান কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও হাটিরপাড় এলাকার মৃত আমজাদ হোসেন বুলুর ছেলে।

আরও পড়ুন: ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

মামলা সূত্রে জানা গেছে, সড়কে সাইড নেওয়াকে কেন্দ্র করে বিন্দু ও ঝিনুকের সহযোগীরা সোহানকে গাড়িতে তুলে বেধরক মারধর করে হাসপাতালে রেখে পালিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কুড়িগ্রাম সার্কেল একে এম ওহিদুন্নবী জাগো নিউজকে জানিয়েছেন, নিহত সোহানের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় অভিযুক্ত রেজভী ও ঝিনুককে গ্রেফতার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

ফজলুল করিম ফারাজী/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।