ঠাকুরগাঁওয়ে ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৩:৩০ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৪

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ মো. আলাল হোসেন (৩৩) নামে মাদক কারবারি এক যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার শিংপাড়া বায়তুস সালাম জামে মসজিদ সংলগ্ন এলাকার রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। আলাল হোসেন পঞ্চগড় দেবীগঞ্জ বাগদহ দিলালপাড়ার মৃত আব্দুর রহমান ছেলে।

রাত ৯টায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে মাদকদ্রব্য ৬৫টি ট্যাপেনটাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়। বিক্রির উদ্দেশে ট্যাবলেটগুলো তিনি নিজ হেফাজতে রেখেছিলেন। যার আনুমানিক মূল্য ১৯ হাজার ৫০০ টাকা।

ওসি আরও জানান, এ বিষয়ে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

তানভীর হাসান তানু/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।