বগুড়া

কারাগারের টয়লেটে মিললো হাজতির ঝুলন্ত মরদেহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:০২ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৪

বগুড়া জেলা কারাগারে ধর্ষণ মামলার আসামি ইকবাল হোসেন (২৫) নামের এক হাজতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটে ফয়সাল মাহমুদের উপস্থিতিতে ইকবালের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির করা হয়। শনিবার সন্ধ্যায় কারাগারের ভেতরে টয়লেটে গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।

ইকবাল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মুকুন্দপুর গ্রামের বাসিন্দা ও পেশায় একজন দিনমজুর।

জেল সুপার আনোয়ার হোসেন বলেন, জেলার সোনাতলা উপজেলার এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেফতার হয়ে গত ৪ ফেব্রুয়ারি থেকে ইকবাল কারাগারে বন্দি ছিলেন। শনিবার সন্ধ্যায় টয়লেটে থেকে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। শজিমেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।