মৃত্তিকা অভিযানে উদ্ধার ৫০ কোটি টাকার খাস জমি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৯:০৩ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৪
অভিযানে উদ্ধার খাস জমিতে লাল নিশানা লাগিয়েছে উপজেলা প্রশাসন

যুগযুগ ধরে সরকারি খাস জমি দখলে নিয়ে ভোগ করেছে একটি প্রভাবশালী চক্র। বেদখল হওয়া সরকারি সেই খাস জমি দখলমুক্ত করতে ‘মৃত্তিকা অভিযান’ শুরু করেছে নেত্রকোণার মদন উপজেলার রাজস্ব প্রশাসন। গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে অভিযান পরিচালনা করে প্রভাবশালী চক্রের কবল থেকে ২২৪.৫৭ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত রাজস্ব সভায় সরকারি খাস জমি বেদখল হওয়ার বিষয়ে আলোচনা হয়। প্রভাবশালী চক্রের কবল থেকে সরকারি খাস জমি দখলমুক্ত করার জন্য ‘মৃত্তিকা অভিযান’ পরিচালনার সিদ্ধান্ত নেয় প্রশাসন। তারই পরিপ্রেক্ষিতে ডিসেম্বর মাসে জমি উদ্ধারের কার্যক্রম শুরু করা হয়। ডিসেম্বর ও জানুয়ারি এই দুই মাস অভিযান চালিয়ে ২২৪.৫৭ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জমির বর্তমান মূল্য ৪৯ কোটি ৯২ লাখ ৬৫ হাজার টাকা।

উদ্ধার হওয়া জমির মধ্যে রয়েছে, চানগাও ইউনিয়নের জাহাঙ্গীরপুর তহশিলের হাসকুড়ি মৈধাম মৌজার ৫.৯৭ একর। মদন সদর ইউনিয়নের মদন মৌজার ৯.৮৫ একর। গোবিন্দশ্রী ইউনিয়নের গোবিন্দশ্রী মৌজার ১৪৫.৩২ একর, মনিকা মৌজার ৪০.২৫ একর ও পদমশ্রী মৌজার ৬.৫৪ একর। মাঘান ইউনিয়নের রানীহালা মৌজার ১৩.১১ একর। তিয়শ্রী ইউনিয়নের বাঘমারা মৌজার ০.৭৯ একর। ফতেপুর ইউনিয়নের হাসনপুর তহশিলের ফতেপুর মৌজার ৩.১৩ একর।

jagonews24

সরকারি খাস জমি উদ্ধারে এই ‘মৃত্তিকা অভিযান’ অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া জমিগুলো সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও অসহায় হতদরিদ্র কৃষক পরিবারের মাঝে বন্দোবস্ত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। জমি বন্দোবস্ত নেওয়ার জন্য এখন পর্যন্ত ৯৫টি লিখিত আবেদন উপজেলা প্রশাসনের কাছে জমা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত বোরো জমি এ বছর সহকারী ভূমি কর্মকর্তাদের নিয়ন্ত্রণে স্থানীয় কৃষকরা চাষাবাদ করেছেন।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) মদন উপজেলা শাখার সদস্য সচিব মোতাহার আলম চৌধুরী বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি দখলে নিয়ে ভোগ করছে। এবার মৃত্তিকা অভিযানে বিপুল পরিমাণ খাস জমি উদ্ধার করেছে প্রশাসন। আরও কিছু খাস জমি এখনো লোকজনের দখলে রয়েছে। এসব জমি উদ্ধার করে সরকারের নিয়ন্ত্রণে আনা হলে উপজেলার রাজস্ব আয় বাড়বে। অন্যদিকে উদ্ধার হওয়া জমিগুলো অসহায় পরিবারগুলো বন্দোবস্ত পেলে তাদের সচ্ছলতা ফিরবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম আরিফ জানান, রাজস্ব সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকারি খাস জমির তথ্য সংগ্রহের জন্য সহকারী কর্মকর্তাদের (ভূমি) নির্দেশ দেওয়া হয়। তাদের দেওয়া জমির তথ্য যাচাই বাচাই করে সরকারি খাস জমি উদ্ধার করে সরকারের নিয়েন্ত্রণে আনা হয়েছে। উদ্ধার হওয়া জমি বন্দোবস্ত নেওয়ার জন্য এখন পর্যন্ত ৯৫টি আবেদন পাওয়া গেছে। আবেদনগুলো যাচাই করে প্রকৃত লোকজনের মধ্যে বন্দোবস্ত দেওয়া হবে।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আলম মিয়া জানান, রাজস্ব সভার সিদ্ধান্ত অনুযায়ী বেদখল হওয়া সরকারি খাস জমি উদ্ধারের জন্য মৃত্তিকা অভিযান চলছে। ডিসেম্বর ও জানুয়ারি এই দুই মাস অভিযান চালিয়ে ২২৪.৫৭ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া জমির বর্তমান মূল্য ৪৯ কোটি ৯২ লাখ ৬৫ হাজার টাকা। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া জমিগুলো সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও অসহায় হতদরিদ্র কৃষক পরিবারে মাঝে বন্দোবস্ত প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।


এইচ এম কামাল/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।