গাঁজা সেবনের অপরাধে ৩ যুবকের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৬:২৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

ঝালকাঠির নলছিটি উপজেলার সরই এলাকা থেকে গাঁজা সেবনের অপরাধে তিনজনকে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নলছিটি সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় এ আদেশ দেন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হলেন সরই এলাকার মৃত আজহার গাজির ছেলে কবির হোসেন রনি (৩৫) তাজাম্বর আলী সিকদারের ছেলে মাহফুজ সিকদার (২৯) ও জাকির হাওলাদারের ছেলে আরাফাত ইসলাম নয়ন (১৮)।

আব্দুল কাদের জানান, উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনকালে তিনজনকে আটক করা হয়। তাৎক্ষণিক সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ভঙ্গ করায় কারাদণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়। একইসঙ্গে তাদের এক হাজার টাকা করে জরিমানা করা হয়। আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মো. আতিকুর রহমান/এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।