মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ১০:১৯ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৪

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার রাণীশংকৈল-নেকমরদ মহাসড়ক সিরাজুলের ঘুন্টির সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ভাবে হতাহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) মোহা. রেজাউল হক।

প্রত্যক্ষদর্শীদরা জানান, মোটরসাইকেল নিয়ে রাণীশংকৈল থেকে নেকমরের দিকে যাওয়ার সময় হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে গাছের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন মোটরসাইকেলে থাকা দুই আরোহী। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অন্যজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

তানভীর হাসান তানু/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।