বগুড়ায় দোকানের শাটার খুলে ৪০ লাখ টাকার মোবাইল লুট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:০৬ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৪

বগুড়া শহরের টিএমএসএস মোবাইল মার্কেটে একটি দোকানের শাটার খুলে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। দোকানের মালিকপক্ষের দাবি, ওই দোকান থেকে প্রায় ৭০ পিস নতুন ও ১০০ পিস পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। মার্কেটের দোতলায় ‘প্লাস মোবাইল কেয়ার' নামের দোকানে এ ঘটনা ঘটেছে। ওই মার্কেটের দোতলায় প্রায় ৩০টির মতো বিভিন্ন ব্রান্ড ও ব্যক্তি মালিকানাধীন মোবাইলের দোকান আছে।

সরেজমিনে দেখা গেছে, মোবাইলের ওই দোকানে প্রবেশ পথের শাটারটি খোলা, এমনকি তালাও নেই৷ মোবাইল রাখার চারটি দেয়াল র্যাক ও সামনে রাখা শোকেজ ফাঁকা। দোকানের ফ্লোরে মোবাইলের বক্স ছড়িয়ে ছিটিয়ে আছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, রাত সাড়ে ১১টার দিকে মার্কেটের সিকিউরিটি গার্ড রাউন্ড দেওয়ার সময় দোকানটির শাটার খোলা দেখতে পান। খবর পেয়ে দোকান মালিক এসে লুটের ঘটনাটি টের পান ও পুলিশকে জানান। লুট হওয়া দোকানটিতে চারটি সিসিটিভি ক্যামেরা থাকলেও সেগুলো বন্ধ ছিল। এছাড়াও মার্কেটে থাকা সবগুলো ক্যামেরাই নষ্ট। প্রাথমিকভাবে মনে হচ্ছে পরিকল্পিতভাবে দোকানটি লুট করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, তদন্তে কাজ শুরু করেছে পুলিশ।

বগুড়ায় দোকানের শাটার খুলে ৪০ লাখ টাকার মোবাইল লুট

মার্কেটের সিকিউরিটি গার্ড আজমির হোসেন বলেন, মার্কেটের সব দোকানদার রাত ১১টার পর প্রতিষ্ঠান বন্ধ করে চলে যান। এরপরে রাউন্ড দিতে গিয়ে দোকানের শাটার খোলা থাকতে দেখে মালিককে জানাই।

তিনি আরও বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে আমি ডিউটিতে আসি। এইসময়ের মধ্যে ভারি কোনো ব্যাগ নিয়ে কাউকে বাইরে যেতে দেখিনি৷

দোকানের মালিক মিল্টন সাহা জাগো নিউজকে জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে দোকান তালাবদ্ধ করে তিনি বাসায় যান। মার্কেটের সিকিউরিটি গার্ডের মাধ্যমে শাটার খোলা থাকার খবর পেয়ে তিনি দোকানে এসে লুটের ঘটনা টের পান।

তিনি আরও বলেন, দোকান থেকে নতুন অন্তত ৭০ পিস মোবাইল ও পুরাতন ১০০ পিস মোবাইল লুট করা হয়েছে। এসব মোবাইলের আনুমানিক মূল্যে ৪০ থেকে ৪২ লাখ টাকা।

টিএমএসএস মোবাইল মার্কেট মালিক সমিতির সভাপতি শেখর রায় বলেন, মার্কেট কর্তৃপক্ষকে সিসিটিভি ক্যামেরা মেরামতে বারবার তাগিদ দেওয়া হলেও সাড়া দেননি। দ্রুত ঘটনায় জড়িতদের শনাক্ত ও লুটের মালামাল উদ্ধার করা হোক।

এনআইবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।