এসএসসি পরীক্ষা

বগুড়ায় কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে অব্যাহতি, ৫ ছাত্র বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:০২ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

দায়িত্ব অবহেলায় বগুড়ার শিবগঞ্জে কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। এসময় অসদুপায় অবলম্বনের দায়ে ওই কেন্দ্রের পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করা।

অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আফসানা ইয়াসমিন বলেন, রোববার বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় মোবাইল ফোন নিয়ে অসদুপায় অবলম্বন করায় জেলার শিবগঞ্জের গুজিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে ওই কেন্দ্রের সচিবসহ ১১ কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। অপরদিকে সোনাতলার বয়রা কারিগরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এক শিক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, এসএসসি ও সমমানের দ্বিতীয় দিনের পরীক্ষায় ২৮৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তাদের মধ্যে সাধারণে ১৫৭ জন, দাখিলে ৮৬ জন এবং বাকি ৪২ জন বিএম শাখার।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।