বগুড়া

বাড়িতে রেখে তক্ষক বিক্রির চেষ্টা, আটক ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

বগুড়ার গাবতলীতে লেবু মিয়া নামের একজনকে তক্ষকসহ আটক করেছে পুলিশ। রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পূর্বপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

লেবু মিয়া গাবতলী পূর্বপাড়ার মৃত শামসুল ফকিরের ছেলে।

গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে পূর্বপাড়া এলাকায় লেবু মিয়ার বাড়িতে তক্ষক চড়া মূল্যে কেনা বেচা হচ্ছে। পরে সেখানে অভিযান চালালে তক্ষকসহ লেবু মিয়াকে আটক করে। এসময় চক্রের অন্য সদস্যরা পালিয়ে যান। তক্ষকটির দৈর্ঘ্য ১১ ইঞ্চি এবং ওজন অনুমান ২০০ গ্রাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে লেবু মিয়া জানান, চোরাচালান চক্রের হোতা তিনি। তার সঙ্গে আরও সদস্য রয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে তক্ষকটি বন বিভাগের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।