বগুড়ায় ১০ দিনব্যাপী বই মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৪

বগুড়ায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী অমর একুশে বই মেলা।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে শহরের শহীদ খোকন পার্কে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এ মেলা শুরু হয়। মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

এবারে মেলায় ৪৫টি স্টল বসানো হয়েছে। এছাড়া মেলা উপলক্ষে প্রতিদিন শহীদ খোকন পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হবে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়নার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কবি ও প্রবন্ধিক বজলুর করিম বাহার, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী ও বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহামুদুল আলম নয়ন।

এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।