ঝালকাঠিতে ভ্যাটিকান রাষ্ট্রদূত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৭:৪০ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

মানবজীবনকে সামনে এগিয়ে নিতে সব ধর্মের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত মন্সিনিয়র কেভিন রান্ডাল।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ঝালকাঠির নলছিটির রাজাবাড়িয়া খ্রিস্টান পল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান রাষ্ট্রদূত।

ঝালকাঠিতে ভ্যাটিকান রাষ্ট্রদূত

উপস্থিত ধর্মানুরাগী ব্যক্তিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত বলেন, সব ধর্ম বিশ্বাসী মানুষকে একযোগে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের জন্য সত্যিকার অর্থে কাজ করতে হবে। এজন্য ধর্মান্তরিত হতে হবে তা নয়, একে অপরের প্রতি সম্মান জানাতে হবে।

এসময় বরিশাল ক্যাথলিক বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও, পাল পুরোহিত ও আয়োজক কমিটির আহ্বায়ক ফাদার রবার্ট দিলীপ গমেজ, সম্পাদক ফাদার খোকন গাব্রিয়েল নকরেকসহ বরিশাল ও খুলনা বিভাগের শীর্ষ স্থানীয় ধর্মীয় পুরোধা (ফাদার) ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আতিকুর রহমান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।