সাবেক এমপি আখতারুজ্জামান জেলহাজতে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:১২ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৪

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া ও চিরিরবন্দর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী নয়নের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিরিরবন্দর আমলি আদালতের আত্মসমর্পণ করলে বিচারক মো. মনিরুজ্জামান সরকার জামিন নামঞ্জুর করে জেল পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর দিনাজপুরের দশমাইল হতে রংপুর মহাসড়কের উপজেলার রাণীরবন্দরে রাস্তায় ব্যারিকেড দিয়ে যানবাহন ভাংচুরের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশের করা নাশকতা মামলায় হাইকোর্ট থেকে তারা জামিন নেন। রোববার তারা দিনাজপুর নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নামঞ্জুর হয়। এসময় আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে আদালত সাবেক এমপির ডিভিশন মঞ্জুর করেন।

দিনাজপুর পুলিশ কোটের জিআরও মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।