বিপিএম পদক পেলেন ময়মনসিংহ র‌্যাবের দুই কর্মকর্তা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

পুলিশ সপ্তাহ-২০২৪ উপলক্ষে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও ‘বিপিএম সেবা’ পদক পেয়েছেন ময়মনসিংহ র‌্যাব-১৪ এর দুই কর্মকর্তা ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ শেষে তাদের পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ময়মনসিংহ র‌্যাব-১৪ এর অপারেশনস অফিসার উপপরিচালক আনোয়ার হোসেন জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেন।

অসীম সাহসিকতা ও গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয়বারের মতো বিপিএম পদকে ভূষিত হয়েছেন ময়মনসিংহ র‌্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান। আর গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য বিপিএম সেবা পদকে ভূষিত হয়েছেন র‌্যাব-১৪ এর ময়মনসিংহ অপারেশনস অফিসার উপপরিচালক আনোয়ার হোসেন।

মঞ্জুরুল ইসলাম/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।