চাঁদপুরে বিপুল পরিমাণ কারেন্ট জালসহ ৫৯ জেলে আটক


প্রকাশিত: ০৯:৫৯ এএম, ১২ এপ্রিল ২০১৬

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকারের সময় ৫৯ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার দিনভর মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

আটক জেলেদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। অভিযানকালে দুই লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার পদ্মা-মেঘনা নদীতে ইলিশসহ সকল ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার সা. লে. হাসানুর রহমান জাগো নিউজকে জানায়, জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর বিভিন্ন স্থানে জাটকা শিকার করছিল। এসময় অভিযান চালিয়ে ৫৯ জেলেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

ইকরাম চৌধুরী/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।