নারায়ণগঞ্জে শিশু হত্যায় চারজনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০১:৩০ পিএম, ০৫ মার্চ ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুক্তিপণের দাবিতে জয়ন্ত চন্দ্র দাস (১০) নামে এক স্কুলছাত্রকে অপহরণ করে হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় একজন আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা সবাই পলাতক।

ভিকটিম শিশু জয়ন্ত চন্দ্র দাস রূপগঞ্জের বানিয়াদি এলাকার চৈতন্য চন্দ্র দাসের ছেলে। সে স্থানীয় শিশু মেলা কিন্ডারগার্টেন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, রূপগঞ্জের মঙ্গলকালী এলাকার সিরাজুল ইসলামের ছেলে শাহীন (৩৫), বলাইনগর এলাকার জাহাঙ্গীরের ছেলে আলমগীর (২৭), বনিয়াদি এলাকার রাজকুমারের ছেলে অনিক চন্দ্র দাস (২৭) ও একই এলাকার শন্তোষ চন্দ্র দাসের ছেলে আশিক চন্দ্র দাস (৩০)। এদের মধ্যে অনিক চন্দ্র দাস রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন।

কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, ২০১৮ সালের ৬ জুন মুক্তিপণের দাবিতে ওই স্কুলছাত্রকে হত্যার ঘটনায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ভিকটিমের পরিবার আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

রায়ের ঘোষণা শুনে আদালতে কাঁদতে কাঁদতে জয়ন্ত চন্দ্র দাসের মা জয়ন্তী রাণী বলেন, আমি আমার ছেলে হত্যার বিচার চাই। আদালত ফাঁসির রায় দিয়েছেন, আমি এই রায় দ্রুত কার্যকর চাই।

নারায়ণগঞ্জ শিশু হত্যা চারজন মৃত্যুদণ্ড;

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আব্দুর রহিম বলেন, ২০১৮ সালের ৬ জুন মুক্তিপণের পাঁচ লাখ টাকা না পেয়ে জয়ন্ত চন্দ্র দাস (১০) নামে এক স্কুলছাত্রকে শ্বাসরোধে হত্যা করে অপহরণকারীরা। অপহরণের একদিন পর উপজেলার বানিয়াদি এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় ওই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। পরে এই ঘটনায় বাবা চৈতন্য বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেইসঙ্গে মামলার বিচার কার্যক্রম শেষে ১২ জন সাক্ষীর সাক্ষপ্রমাণের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করেছেন।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।