বরযাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, কিশোর নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০১:৪৩ পিএম, ০৫ মার্চ ২০২৪

সুনামগঞ্জের শান্তিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রীবাহী একটি বাস খাদে পড়ে রাহুল সরকার (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

সোমবার (৪ মার্চ) রাতে শান্তিগঞ্জের নারাইনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহুল হবিগঞ্জের নাজিরপুর গ্রামের ভূষণ সরকারের ছেলে। আহতরা সবাই একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে বরসহ অর্ধশতাধিক যাত্রী নিয়ে দিরাই উপজেলায় যাচ্ছিল বাসটি। দিরাই মদনপুর সড়কের গাগলী নারাইনপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এসময় যাত্রীদের বেশিরভাগই অক্ষত অবস্থায় বের হয়ে এলেও অন্তত ২০ জন আহত হন। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করেন।

গুরুতর আহত অবস্থায় রাহুল সরকারকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতরা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম বলেন, রাতে দুর্ঘটনার কবলে পড়ে ২০ জন হাসপাতালে আসেন। এদের মধ্যে রাহুল নামের এক কিশোর মারা যায়। বাকি আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। অনেকেই এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

লিপসন আহমেদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।