সিদ্ধিরগঞ্জ

নকশাবহির্ভূত ৩ ভবনের বর্ধিত অংশ ভেঙে দিয়েছে রাজউক

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:৫২ পিএম, ০৫ মার্চ ২০২৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে তিনটি বাড়ির বর্ধিত অংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় নকশা বহির্ভূত ভবন নির্মাণের অপরাধে স্কাই ভবন-১, স্কাই ভবন-২ ও টি টাওয়ারের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

নকশাবহির্ভূত ৩ ভবনের বর্ধিত অংশ ভেঙে দিয়েছে রাজউক

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান বলেন, নকশাবহির্ভূত ভবন নির্মাণ করা সম্পূর্ণ বেআইনি। তাই আমরা ওই সব বাড়ির বর্ধিত অংশ ভেঙে দিয়েছি। এছাড়া বাড়ির নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এসব বাড়ির মালিকরা ভবিষ্যতে ফের এ ধরনের অপরাধ করে তাহলে বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানের সময় রাজউকের অথরাইজ অফিসার মো. সাইফুল ইসলামসহ বিপুল সংখ্যাক পুলিশ উপস্থিত ছিলেন।

রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।