তুলারামপুরে বিদ্রোহী প্রার্থীর প্রচারকেন্দ্র ভাঙচুর
নড়াইলের তুলারামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী টিপু সুলতানের (ঘোড়া প্রতীক) তুলারামপুর বাসস্ট্যান্ড এলাকার নির্বাচনী প্রচারকেন্দ্রে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১০ দিকে এ ঘটনা ঘটে।
এদিকে নির্বাচনী প্রচারকেন্দ্র ভাঙচুরের ঘটনায় বুধবার সকাল ৯টার দিকে তুলারামপুর বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন টিপু সুলতানের সমর্থকরা। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 
টিপু সুলতান অভিযোগ করে বলেন, তার জনপ্রিয়তা দেখে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বুলবুল আহমেদের সমর্থকেরা আমার নির্বাচনী প্রচারকেন্দ্রের ব্যানার, চেয়ার ও টেবিল ভাংচুর করেছে। এছাড়া বেনাহাটি এলাকায় আমার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে।
তবে বুলবুল আহমেদের সমর্থকেরা এ অভিযোগ অস্বীকার করেছেন।
হাফিজুল নিলু/এফএ/পিআর