‘আমি শুধু সোনার বারের বাহক’

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ১২:৫১ পিএম, ০৮ মার্চ ২০২৪

দুই দিনের ব্যবধানে হিলি সীমান্তে সোনার বারসহ মোস্তাক হোসেন (২২) নামের আরও একজনকে আটক করেছে বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের বিরামপুর ঘাসুড়িয়া সীমান্ত এলাকা থেকে তাকে সোনার চারটি বারসহ আটক করে ঘাসুড়িয়া বিজিবি ক্যাম্পের সদস্যরা।

আটক মোস্তক হোসেন ওই এলাকার দবিরুলের ছেলে।ঘাসুড়িয়া ক্যাম্প কমান্ডার হাবিলদার গোপাল চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিজিবির হাতে আটক হওয়া যুবক মোস্তফা হোসেন বলেন, আমি শুধু সোনার বারের বাহক। বিরামপুর এলাকা থেকে এক ব্যক্তি কাটলা বাজার এলাকায় আমার হাতে চারটি সোনার বার দেয়। আমি সোনার বারগুলো ভারতের এক ব্যক্তির কাছে পাঠিয়ে দিই। এর বিনিময়ে আমি একশ করে মোট চারশ টাকা পাই। কয়েক মাসের মধ্যে আমি দশবার সোনার বার ভারতে পাঠিয়েছি।

ক্যাম্প কমান্ডার বলেন, বিরামপুর ঘাসুড়িয়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে সোনা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্তে ওৎ পাতে বিজিবি। পরে মোস্তাককে সন্দেহ হলে তল্লাশি করে শরীরে বিশেষভাবে রাখা চারটি স্বর্ণের বার উদ্ধারসহ আটক করা হয়।

এর আগে গত বুধবার (৬ মার্চ) বিরামপুর হাকিমপুর-আঞ্চলিক সড়কের মোটরসাইকেল করে সোনা পাচারের সময় সোনার ১০ বারসহ মেহেদি হাসান (৩৪) নামের একজনকে আটক করে বিজিবি সদস্যরা।

মো. মাহাবুর রহমান/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।