পটুয়াখালীতে মোবাইলকে হারিয়ে জগের জয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৯:০১ পিএম, ০৯ মার্চ ২০২৪

পটুয়াখালী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি জগ প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৭১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. শফিকুল ইসলাম (মোবাইল প্রতীক) পেয়েছেন ৯ হাজার ৬৭৬ ভোট।

বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা খান আবি শাহানুর খান।

তিনি বলেন, সকাল থেকে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন। কোথাও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ ১১ হাজার ৪২ ভোটের ব্যবধানে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে মোট পাঁচজন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। বাকি তিন মেয়র প্রার্থী হলেন এনায়েত হোসেন (নারিকেল গাছ), আবুল কালাম আজাদ (রেলগাড়ি) ও নাসির উদ্দিন খান (কম্পিউটার)। এছাড়া ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪১ জন ও তিনটি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

জয়ী হওয়ার পর প্রতিক্রিয়ায় মহিউদ্দিন আহমেদ বলেন, গত পাঁচ বছর এই শহর ও প্রতিটি মানুষের জন্য কাজ করেছি। মানুষ এর প্রতিদানে আজ আমাকে বিজয়ী করেছেন। পটুয়াখালী পৌরবাসীর কাছে আমি কৃতজ্ঞ।

আব্দুস সালাম আরিফ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।