বগুড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ১১ মার্চ ২০২৪

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আমিনুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (১০ মার্চ) রাতে বগুড়ার মাটিডালি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আমিনুর রহমান বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কইল গ্রামের আয়নাল হোসেনের ছেলে।

র‌্যাব-১২ বগুড়া বিশেষ ক্যাম্পের কমান্ডার মীর মনির হোসেন বলেন, ২০০৯ সালে ২৬ সেপ্টেম্বর হিলি সীমান্ত থেকে প্রাইভেটকারে করে ২৭০ বোতল ফেনসিডিল নিয়ে আসার সময় পুলিশের হাতে ধরা পড়েন আমিনুর রহমান। ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর থেকে আমিনুর রহমান পলাতক।

তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাতে র‌্যাব-১২ বগুড়া বিশেষ ক্যাম্পের সদস্যরা বগুড়া শহরতলির মাটিডালি এলাকা থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় দুটি অপহরণ মামলা ও বগুড়া দুপচাঁচিয়া থানায় তিনটি মাদক মামলা রয়েছে। সোমবার সকালে আমিনুর রহমানকে দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।