অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ১২ মার্চ ২০২৪

নানা অনিয়মের অভিযোগে ফেনীতে দুটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ও একটিকে বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ আদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) লিখন বণিক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায় অভিযানে প্যাথলজি, এক্সরে, বর্জ্য ব্যবস্থাপনাসহ একাধিক অনিয়ম পাওয়ায় শহরের সোনালী ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শহরের একাডেমি সড়কে অ্যাপোলো হাসপাতালকে বিভিন্ন অনিয়মের দায়ে অস্ত্রোপচার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটিকে আগামী ৩০ দিনের মধ্যে সকল অনিয়ম সংশোধনের জন্য নির্দেশনা দেওয়া হয়।

অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

অভিযানে ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএসআর মাসুদ রানা, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মির্জা মিনহাজুল ইসলাম, ডা. রাশেদুল হাসানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএসআর মাসুদ রানা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় অনিবন্ধিত ও লাইসেন্সবিহীন ক্লিনিক, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ব্লাড ব্যাংক প্রতিষ্ঠানে নিয়মিত অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে।

আবদুল্লাহ আল-মামুন/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।