ঝালকাঠিতে অবৈধ ৩ ইটভাটা বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৭:৩০ পিএম, ১৩ মার্চ ২০২৪

ঝালকাঠিতে একযোগে বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়েছে প্রশাসন। এসময় তিনটি অবৈধ ইট ভাটা বন্ধ করে দেওয়া হয়। এছাড়া জরিমানা করা হয় আরও কয়েকটিকে।

বুধবার (১৩ মার্চ) সকাল ১০টা থেকে জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মহিন উদ্দিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মণ্ডল এসব ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বিভিন্ন ইট ভাটায় অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাইসেন্স না থাকায় সদর উপজেলার আব্দুল করিম ব্রিকস্, এআরএস ইটভাটা ও এমএনবি ব্রিকস্ বন্ধ করে দেওয়া হয়। এছাড়া আব্দুল করিম ব্রিকসকে এক লাখ, এআরএস ইটভাটাকে ৫০ হাজার ও এমএনবি ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে অনুজা মণ্ডল বলেন, ‘সারা দেশের অবৈধ ইটভাটাগুলো বন্ধ করে দিতে হাইকোর্টের নির্দেশ রয়েছে। তারই আলোকে ঝালকাঠিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ পর্যন্ত সদর উপজেলার দুইটি ইট ভাটাকে জরিমানা করে বন্ধ করে দেওয়া হয়েছে। পর্যাক্রমে অন্য ইটভাটা গুলোতেও অভিযান চালানো হবে।'

আতিকুর রহমান/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।