জিম্মি ২৩ নাবিক

ছেলেকে ফিরে পাওয়ার আকুতি তারেকুলের বাবা-মায়ের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ১৩ মার্চ ২০২৪

স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের হাতে বন্দি তারেকুল ইসলামের গ্রামের বাড়ি। বুধবার (১৩ মার্চ) দুপুরে জেলার মধুখালী উপজেলার ছকড়িকান্দি গ্রামের বাড়িতে এমন চিত্র দেখা গেছে।

তারেকের মা জানান, ছোট বেলা থেকে আমার ছেলে নম্র ও ভদ্র। সাত বছর বয়স থেকে কখনো নামাজ-রোজা কামাই করেনি। এমন একটি সোনার ছেলের এমন দুর্দশার খবর শুনতে পাবো কল্পনাই করতে পারছি না।

jagonews24

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, অবসরপ্রাপ্ত মো. দেলোয়ার হোসেনের দুই ছেলে এক মেয়ের মধ্যে সবার ছোট মো. তারেকুল ইসলাম। স্থানীয় প্রাইমারি স্কুল থেকে পাশ করে ঢাকায় চলে যান। রাজধানীর মিরপুরের ড. মো. শহীদুল্লাহ্ কলেজিয়েট স্কুল থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। ২০১২ সালে ভর্তি হন চট্টগ্রাম মেরিন একাডেমিতে। ২০১৪ সালে নটিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরিতে যোগ দেন।

গত ডিসেম্বরে নতুন করে চাকরিতে যোগ দেন। ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়া গোল্ডেন হক নামের বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর থার্ড অফিসার হিসেবে জয়েন করেন তিনি। বন্দি ২৩ নাবিকের মধ্যে ফরিদপুরের মধুখালীর সন্তান তারেকুলও এখন জলদস্যুদের জিম্মায়।

jagonews24

রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, তারেকুল ইসলাম ছোটকাল থেকেই ভদ্র একটি ছেলে। তাকে ফিরে পাওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করছি।

এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।