ধুমধামে বট-পাকুড়ের বিয়ে, অতিথি ৫ হাজার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:২২ পিএম, ১৩ মার্চ ২০২৪

মহা ধুমধামে দিনাজপুরে হয়ে গেলো দুই জোড়া বট ও পাকুড় গাছের বিয়ে। এ দুই বিয়েতে উপস্থিত ছিলেন প্রায় পাঁচ হাজার অতিথি। একটি বট ও পাকুড় গাছের বিয়ে হয়েছে শহরের রাজবাড়ী প্রাঙ্গণে হিরা বাগান এলাকায়। অপর বট ও পাকুড় গাছের বিয়ে হয়েছে সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের দাসাপাড়া গ্রামে।

দাসাপাড়া গ্রামের বিয়েটিতে অতিথিদের পত্র দিয়ে নিমন্ত্রণ জানানো হয়। দুই বিয়েতেই অতিথি আপ্যায়নে ছিল নিরামিষ খাবার।

বট আর পাকুড় গাছের বিয়েতে ছিল জাকজমকপূর্ণ আয়োজন। সাজসজ্জা ও আলপনা এঁকে তৈরি করা হয় ছাদনাতলা ও মাড়োয়া। বিয়ে পড়ান চারজন করে আট পুরোহিত।

ধুমধামে বট-পাকুড়ের বিয়ে, অতিথি ৫ হাজার

হিরা বাগান এলাকায় বিয়েতে বরের বাবা জগদিশ দেবনাথ ও মা পুতুল দেবনাথ জানান, তাদের কোনো ছেলে সন্তান নেই। তারা চার কন্যার জনক-জননী। তাই পুণ্যের আশায় ছেলে বেশে পাকুড় গাছকে বিয়ে দিয়ে ঋণ পরিশোধ করেছেন।

কনের বাবা কালু মহন্ত ও মা আলপনা মহন্ত জানান, তাদের কোনো কন্যা সন্তান নেই। তাদের দুই ছেলে। তাই তারা বটগাছকে মেয়ে সাজিয়ে বিয়ে দিয়ে মেয়ে বিয়ের দায় পরিশোধ করেছেন।

ধুমধামে বট-পাকুড়ের বিয়ে, অতিথি ৫ হাজার

পুরোহিত নারায়ণ চন্দ্র বলেন, লোকাচার মেনে সনাতন রীতি অনুযায়ী ছেলেমেয়েদের যেভাবে বিয়ে হয় সেভাবেই বট-পাকুড়ের বিয়ে দেওয়া হলো। এটিকে বিয়ে বললেও আসলে এটি হলো বট-পাকুড়কে একসঙ্গে স্থাপন করা। কারণ বট-পাকুড় একসঙ্গে জন্মায় না। তাই তাদের বিয়ে দেওয়া হয়।

এমদাদুল হক মিলন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।