কলাপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ১৬ মার্চ ২০২৪

পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় একটি রামদা, একটি চাপাতি, একটি ড্যাগার, একটি লোহার শাবল, হ্যাসকো ব্লেডসহ ইঞ্জিনচালিত একটি কাঠের নৌকা উদ্ধার করা হয়।

আটকরা হলেন- মো. জামাল আকন (৪৫), মো. শানু হাওলাদার (৬০) ও মো. হানিফ হাওলাদার (৪৯)।
এদের মধ্যে জামাল আকনের বাড়ি কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামে। শানু হাওলাদার ও হানিফ হাওলাদারের বাড়ি পটুয়াখালীর লাউকাঠি গ্রামে। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আহম্মেদ জানান, আসামিরা সবাই পেশাদার ডাকাত। তারা আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য।

আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।