ফরিদপুরে ৫০০ টাকায় গরুর মাংস সরবরাহের উদ্যোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৩:৩১ এএম, ১৭ মার্চ ২০২৪

ফরিদপুরে স্বল্প আয়ের মানুষের জন্য প্রতি কেজি ৫০০ টাকায় গরুর মাংস সরবরাহ করার উদ্যোগ নিয়েছে জেলা আওয়ামী লীগ।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের অর্থায়নে রোববার (১৭ মার্চ) থেকে পবিত্র ঈদুল ফিতরের দিন পর্যন্ত ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণে সুস্থ সবল গরু জবাই করে বিক্রি করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন অন্তত একটি করে গরু জবাই করে বিক্রি করা হবে।

এর সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক জানান, স্বল্প আয়ের মানুষেরা যেন গরুর মাংস কিনে খেতে পারে, তাই জনপ্রতি এক কেজি করে গরুর মাংস, প্রতি কেজি ৫০০ টাকায় সরবরাহ করা হবে।

এন কে বি নয়ন/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।