মেহেরপুরে ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই
মেহেরপুর শহরের নতুনপাড়া স্কুল মোড়স্থ রুবেল ফ্যাশান নামের একটি গার্মেন্টেসের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মেহেরপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর সেলিম রেজা জানান, গার্মেন্টসের দোকানে আগুন লেগেছে এমন সংবাদে ঘটনাস্থলে পৌঁছে দোকানের তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কিন্তু তালা ভাঙার আগেই দোকানের প্রায় অর্ধেক মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে দোকান মালিক শহরের দীঘিরপাড়ার মিঠুন হোসেন জানান, দোকানে প্রায় ২৪ লক্ষাধিক টাকার মালামাল ছিল এবং তিনি ঘটনার প্রায় এক ঘণ্টা আগে দোকান বন্ধ করে নামাজের জন্য বাড়িতে যান। এসময় আগুনে পুড়ে প্রায় ১০ লাখ টাকার মালামালের ক্ষতিসাধন হয়েছে বলেও জানান তিনি।
আতিকুর রহমান টিটু/এফএ/এমএস