বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ২৪ মার্চ ২০২৪
ফাইল ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জে বালতির পানিতে ডুবে সাত মাস বয়সী রিয়া নামের এক শিশুর মুত্যু হয়েছে। এ ঘটনায় ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (২৪ মার্চ) বিকেলে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের উত্তর ভাতখাওয়া গ্রামে এ ঘটনা ঘটে। রিয়া ওই এলাকার নুসু মিয়ার সন্তান।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে শিশুটি তার দাদা বানেজ উদ্দিনের সঙ্গে খাটে ঘুমাচ্ছিলেন। এসময় বানেজ উদ্দিন জ্বরে কাতরাচ্ছিলেন। দুপুরে তাঁর মাথায় পানি দেওয়ার পর বালতি খাটের নিচে রাখা হয়। বিকেলে সকলের অগোচরে ঘুমন্ত অবস্থায় শিশুটি উল্টে বালতির পানিতে পড়ে গিয়ে মৃত্যু হয়।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, শিশু মৃত্যুর ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি। বিষয়টি অত্যন্ত দু:খজনক।

মো. নাসিম উদ্দিন/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।