ঝিনাইদহে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ২৫ মার্চ ২০২৪

ঝিনাইদহের কালীগঞ্জে হত্যা মামলায় শাহিন মণ্ডল (৪২) নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৫ মার্চ) দুপুরে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্দুল মতিন এ রায় দেন।

শাহিন উপজেলার দৌলতপুর গ্রামের সামসুল মণ্ডলের ছেলে। রায়ের পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালতের এপিপি অজিত কুমার বিশ্বাস জানান, উপজেলার দৌলতপুর গ্রামের বিশারত মণ্ডল নামের এক ব্যক্তি শাহিন মণ্ডলের কাছ থেকে সাত হাজার টাকায় একটি ছাগল কিনেন। এ টাকার মধ্যে ৩০০ টাকা বকেয়া রাখে সে। প্রতিবেশী হওয়ায় আমিরুল ইসলামকে বকেয়া টাকা আদায় করে দিতে বলে শাহিন মণ্ডল। এরপর ২০২০ সালের জুন মাসের ১১ তারিখ বিশারতের কাছ থেকে ২০০ টাকা নিয়ে শাহিনকে দেয় আমিরুল। পরদিন সন্ধ্যায় পাশের কাদিরডাঙ্গা গ্রামের একটি দোকানে পাশে আসামি পুনরায় আমিরুলের কাছে ৩০০ টাকা দাবি করে। এসব বিষয় নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে শাহিন মণ্ডল পেছন থেকে ধারালো হাঁশুয়া দিয়ে আমিরুল ইসলামের পিঠে আঘাত করেন। এতে তিনি মাটিতে পড়ে গেলে পুনরায় শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। স্থানীয়রা টের পেয়ে ছুটে আসলে শাহিন পালিয়ে যান।

পরে নিহতের স্ত্রী বাদী হয়ে কালীগঞ্জ থানায় শাহিন মণ্ডলকে অভিযুক্ত করে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ওই মাসের ৩০ তারিখ আদালতে চার্জশিট দাখিল করেন। শুনানি শেষে আদালত শাহিন মণ্ডলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।