ধানক্ষেতে পড়েছিল যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ২৭ মার্চ ২০২৪

কিশোরগঞ্জের কটিয়াদীতে ধানক্ষেত থেকে বুরহান (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭ মার্চ) বিকালে উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রাম এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বুরহান নাগেরগ্রাম পূর্বপাড়া এলালার বিল্লাল হোসেনের ছেলে।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জাগো নিউজকে জানান, উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রাম এলাকার ধান ক্ষেতে মৃত অবস্থায় বুরহানের মরদেহ দেখতে পেলে স্থানীয় লোকজন থানায় খবর দেন৷ পরে পুলিশ মরদেহ থানায় নিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসকে রাসেল/এনআইবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।