স্বপ্নজয়ী মা নাজমা রহিমের দাফন সম্পন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২৮ মার্চ ২০২৪

বাংলাদশ সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের রত্নাগর্ভা মা নাজমা রহিমের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। তিনি প্রয়াত জননেতা এম আব্দুর রহিমের সহধর্মিণী।

বুধবার (২৭ মার্চ) রাজধানীর বেইলি রোডে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সড়ক পথে মরদেহ দিনাজপুরে নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ১১টায় দিনাজপুর গোর এ শহীদ ময়দানে দ্বিতীয় নামাজে জানাজা এবং দুপুর ২টায় দিনাজপুর সদরের জালালপুর গ্রামে পাঁচকুড় উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এর আগে বুধবার বিকেল ৩টায় তিনি বাংলাদেশ স্পেশালাইজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

স্বপ্নজয়ী মা নাজমা রহিমের দাফন সম্পন্ন

দিনাজপুর গোর এ শহীদ ময়দানে দ্বিতীয় জানাজায় ইমামতি করেন এম ইনায়েতুর রহিম। জানাজা নামাজের আগে সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম তার মায়ের মৃত্যুতে মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

৮৬ বছর বয়সে মৃত্যুবরণকারী নাজমা রহিম ২০১৮ সালের ১৩ মে মা দিবসে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ‘স্বপ্নজয়ী মা’ হিসেবে সম্মাননা পদকে ভূষিত হন।

তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরিন শারমিন চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, চিফ হুইপ নুর-ই-আলম  চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা শোক জানিয়েছেন।

এমদাদুল হক মিলন/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।