নিকলীতে দেশের সর্বোচ্চ ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০২:২৩ পিএম, ৩০ মার্চ ২০২৪
ফাইল ছবি

দেশের সবচেয়ে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে। এ সময় মুষলধারে বৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) রাতে নিকলী আবহাওয়া অফিস এ বৃষ্টিপাত রেকর্ড করে।

রোববার (৩০ মার্চ) সকাল ৬টা পর্যন্ত দেশে ঝড়, বৃষ্টির পরিমাণ বিশ্লেষণ করে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশের সবচেয়ে ভারী বৃষ্টিপাত হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে। সেখানে বৃষ্টিপাতের পরিমাণ ৬২ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের হিসাবে ১০ মিলিমিটার পর্যন্ত হালকা, ১০ থেকে ২২ মিলিমিটার মাঝারি, ২৩ থেকে ৪৩ মাঝারি ধরনের ভারী, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং এর বেশি বৃষ্টি হলে তাকে অতিভারী বলা হয়।

নিকলী আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার আখতার ফারুক জানান, শুক্রবার রাতে ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বছরের শুরুতেই ভারী বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টা অস্থায়ী ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

এস কে রাসেল/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।