সুনামগঞ্জে বন্দুকসহ বাবা-ছেলে গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ৩১ মার্চ ২০২৪

সুনামগঞ্জের দিরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে একটি একনালা বন্দুকসহ বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩১ মার্চ) সকালে উপজেলার হাতিয়া গ্রামের দবির মিয়ার বসতভিটায় অভিযান চালিয়ে এ অস্ত্র উদ্ধার করা হয়। এসময় বাবা-ছেলেকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন ওই গ্রামের আব্দুল মনাফের ছেলে দবির মিয়া (৫৫) ও দবির মিয়ার ছেলে জাফরান মিয়া (২১)।

পুলিশ জানায়, উপজেলার হাতিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের পরিচালনা কমিটি গঠন নিয়ে শনিবার (৩০ মার্চ) বিকেলে হাতিয়া গ্রামের রাস্তায় কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান পক্ষের লোকজন স্থানীয় লিটন মিয়ার পক্ষের লোকজনকে আক্রমণ করেন। এসময় ৩-৪ রাউন্ড গুলি ছোড়া করা হয়। এতে লিটন মিয়ার পক্ষের ৬-৭ জন গুরুতর আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ বিকেলে হাতিয়া গ্রামে অভিযান চালিয়ে বন্দুকসহ বাবা-ছেলেকে গ্রেফতার করে পুলিশ।

বাবা-ছেলেকে অস্ত্রসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ।

লিপসন আহমেদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।